দয়ার সাগর আল্লাহ তা’আলা
দিলেন মোদের কোরআন
বুঝে-সুঝে পড়লে তাহা
জ্ঞান হবে অফুরান ।।
হালাল-হারাম, ভাল-মন্দ
বুঝে-সুঝে চলতে
সকল কাজের আগেই তবে
কোরআন হবে পড়তে ।।
কোরআন হলো জ্ঞানের আধার
আল্লাহ মহাজ্ঞানী
সরল পথে চলতে মোদের
দিলেন কোরআনখানি ।।
সন্ধ্যে কিংবা সকালবেলা
যখন অবসর
অযূ করে পড়লে কোরআন
পাক হবে অন্তর ।।
পড়লে কোরআন হবে সবে
মানুষ ভালো বড়
সকল কাজের ফাঁকে তবে
কোরআন খুলে পড় ।।