রাতের তিমির রেখা যায় ধীরে সরে
প্রভাত আলোক আসে ধরনীর ‘পরে
আলোক আসিলে ধীরে
নিশিমায়া যায় ফিরে
ঝলকিয়া দেখা দেয় যতকিছু আহা
হেরি যত ধরনীর বুকে আছে যাহা ।।


পাপিয়ার কন্ঠে শুনি কুহুকুহু রাগিনী
নীড় ছেঁড়ে পাখা মেলে পাখি অনুরাগিণী
চারিদিকে কোলাহল
শুনি কত অবিরল
সুরের লহরি তোলে মধুর আযান
প্রভাত সমীরে ভাসে মৃদু সুর-তান ।।


প্রভাতের আগমনে হই জাগরন
নব-ঘন-পরশে লাগে শিহরণ
প্রভাত আলোক মাঝে
সব কিছু পাই খুঁজে
প্রশংসা যত তাই করি বিধাতার
প্রভাত স্রষ্টা তিনি দয়ার আধার ।।