আজি নব জীবনের বারতা নিয়ে আসুক নব্য কামাল
আজি নব জেহাদের প্রস্তুতি নিয়ে দিক সে বাংলা সামাল
আজি দীপ্ত শিখা উঠুক জ্বলিয়া বাংলা মায়ের ঘরে
আজি কাটুক শংকা বাজুক ডংকা নতুন তানে ও সুরে
আজি হৃদয় ধর্ম উঠুক গাহিয়া সংগীত মানবতার
আজি গোটা দেশে জাগুক জোয়ার নতুন সম্ভাবনার
আজি সুপ্ত প্রাণে জাগুক আবার নতুন রক্ত জোয়ার
আজি আলো জ্বলুক বাংলার বুকে কাটুক অন্ধকার
আজিকে যত অন্যায়-অনাচার হোক লন্ডভন্ড
আজি স্বর্গরুপে সাজুক বাংলার স্বাধীন ভূখন্ড
আজি অলস প্রাণে জাগুক ওরে নতুন উদ্দীপনা
আজি নতুন আলোয় খুঁজে নিয়ে পথ চলুক মুক্তিসেনা
আজি ক্ষুদ্র স্বার্থ তুচ্ছ করিয়া বৃহতের তরে গান
আজি ফুটুক যত বাস্তবতা আর মঙ্গল কল্যাণ
আজিকে যত স্বেচ্ছাচারিতা মিশুক মাটির তল
আজি বাংলার আকাশে হাসুক নবতারা উজ্জ্বল ধরাতল
আজি কুচক্রী আর ধ্বংসকারীরা করুক শ্রীঘরে বাস
আজি তাদের যত দুর্দশা দেখে করুক সবে উপহাস
আজি দেশ জুড়ে ফুটুক আদর্শ আর সুন্দরের মূর্তি
আজি সত্য শর আর অসির বলে করুক সকলে ফূর্তি
আজিকে উড়ুক বাংলার আকাশে মুক্তি বিজয় নিশান
আজি পূর্ব পশ্চিম, উত্তর-দক্ষিণে ধ্বনুক মুক্তি বিষাণ
আজি আত্মদানের নতুন চেতন জাগুক সকল প্রাণে
আজি জয়োল্লাসে মাতুক সকল জ্বালাইয়া ধূপঘ্রাণে
আজি জাগুক সুপ্ত গণতন্ত্র আর আইনের সুশাসন
আজি কাটুক তিমির জ্বলুক আলো গুডবাই দু:শাসন ।।