শব্দহীন নির্জনে, একা শুয়ে আনমনে,
থমথমে শুন্য এই রাতে,
মাঝে মাঝে দীর্ঘশ্বাস, করি এপাশ ওপাশ,
ঘুম নেই দোনো আঁখিপাতে ।
নয়নে বারিধারা, এসো হে হৃদয়কাড়া,
অসহ্য যন্ত্রণা হৃদয় ভরি,
হেন দশা তবহীনা, গোলেমালে তুমি বিনা,
বৃথা আর কত বল যাপি বিভাবরী ?
বিরহে বিরহে জ্বলি, জাগি বিষন্ন মুখ তুলি,
হে নিঠুর তোমার প্রতীক্ষাতে।।