আমার আকাশ ভরছে মেঘে ভরুক
তোমার আকাশ ভরুক তারায় তারায়
যায় যদি গো পথ হারিয়ে আমার
তোমার যেন একটুও না হারায় ।।
হুল ফুটায়ে যাও যদি গো তুমি
ফুল ফুটাবো তোমার সকল জুড়ে
চরণ দলে যাও যদি যাও চলে
তোমার বিরাজ আমার হৃদয়পুরে ।।
যতই আঘাত দাও গো তুমি দাও
যতই আমি আঁখি জলে ভাসি
মন্দ বলে যতই দুরে সরো
তবু প্রিয়ে তোমার তরেই হাসি ।।