আল্লাহ আমার হৃদয়ে ঢালো তোমার হেদায়াত
আলোর পথে চালাও আমায় দূর করো আদামাত
এই জীবনের রঙীন স্বপ্নে
রয়েছি বিভোর রাত্রি দিনে
অন্ধকারের করাল গ্রাসে
পাপের নেশায় সর্ব নাশে
কাটছে জীবন মন্দ পথে করি যাতায়াত ।

আল্লাহ-রসূল-আখেরাত ভূলে
ইহকাল আমার যায় বিফলে
আমি যে পামর সদা বে-ইলেম
ধারিনা তোমার আদেশ-কালাম
ও হে মা’বুদ মাফ করে দাও আমার যত পাপ ।

চাওয়া-পাওয়ার নেশায় আমার
টুটল আলো নামল আঁধার
মনে ভাবি তাই সাঝঁ-সকালে
কি হবে মোর পরকালে
ও হে মা’বুদ নসীব করো নবীর শাফায়াত ।