তোমার নামে ওহে মা’বুদ বের হলাম ঘর হতে
বিপদ আমার দূর করে দাও আছে যত পথে ।
চলতে পথে কভূ যদি
পথ হারিয়ে যাই
খুব সহজে সে পথ যেন
আমি খুঁজে পাই ।
পথের মাঝে ক্লান্তি যত
দয়া করে করো হত
রক্ষা করো আমায় তুমি সকল আপদ হতে ।।
অর্ধ জীবন অন্ধ:পথে
গেল আপন দোষে
আলোর পথে নিবে এবার
চলছি তারই আশে
না হই যেন পথিক বেভূল
ক্ষমো যত ভ্রান্তি আর ভূল
আলোর প্রদ্বীপ জ্বালাও আমার পথে আপন হাতে ।।