আমার যত ক্লান্তি ক্ষুধা
দু:খ-শোক আর ভয় জড়তা
পাপের নেশা অবাধ্যতা
দুর করে দাও হে বিধাতা ।

নদী যেমন সাগর বুকে
ঠাাঁই খুঁজে পায় পরম সুখে
তেমনি যেন তোমার বুকে
রাখতে পারি আমার মাথা
পূর্ণ করো আমার মনের
এই বাসনা হে বিধাতা ।

সবার তরে যেমন করে
রাতে চাঁদের আলো ঝরে
ভাল-মন্দ-পাপি-তাপি
নাই ভেদাভেদ এক সমতা
তেমনি যেন তোমার দয়া
পাই যেন হে জগতপিতা ।