শয়তানের ওয়াছওয়াছায় যেন আর না পড়ি প্রভূ
মন্দ কাজে আর না যেন শামিল না হই কভূ ।
প্রেরণা দাও অন্তরে মোর
সদা ভাল কাজের
দুর করো আমার যত
চিন্তা মন্দ কাজের
পাপি আমি নাই অধিকার ডাকছি তোমায় তবু ।
সারা জীবন পাপ করে হায়
কাটিল জিন্দেগী
শয়তানের ওয়াছায় পড়ে
করিনি বন্দেগী
তাই বাকী জীবন বন্দেগীতে কাটাই যেন প্রভূ ।।