অমন করে দেখছ কি গো
অনিমিষ অনিবার ?
আমার বড় ইচ্ছে করে
সেই ব্যাপারটি জানার ।।

চোখ দুটি তো তারার মতো
তাকিয়ে আমার দিকি
মুখখানি মোর তুলতে নারি
সরমে ঢাইকা রাখি ।

অমন করে চেয়েও না গো
অবাক চোখ আমায়
আমি যে আর পারছি না গো
বুকখানি তড়পায় ।।