শুনি কানে প্রত্যহ আযানের আওয়াজ
তবু থাকি লিপ্ত কত শত কাজ ।
ফুরসত নাহি মেলে বিধাতার কামে
দুনিয়াবি ব্যস্ততায় শরীর ঘামে ।
বেঁচে থাকার তাগিদে করি অবিরাম
জীবনকে বাজি রেখে কত সংগ্রাম ।
জঞ্জাল পৃথিবীটা ছেড়ে একদিন
যেতে হবে পরপারে সঙ্গীবিহীন ।
মরণের পরে আছে কবর জীবন
আযাবের ভয়ে কভূ না হই পীড়ণ ।
নিথর দেহখানি আঁধারে পরে
থাকিবে মাটির ‘পরে শুন্য ঘরে ।
সেথা আছে পোকামাকড় শত শত
দংশন করিবে তারা অবিরত ।
কবর জীবন শেষে হাশর জীবন
সে জীবনে পাপ পূণ্য হইবে ওজন ।
সেদিন সে ওজনের পূণ্য ভারে
মুমিনেরা থাকিবেন সুখের ঘরে ।
দুনিয়ার পাপকাজে সদা ছিল যারা
হাশরের পরে সুখি হবে নাকো তারা ।
পাপের কারনে তারা পাবে উপহাস
নরকের মাঝে তাদের হবে বসবাস ।
আর নহে বসে থাকা হও আগুয়ান
ওই শোন মসজিদে দিতেছে আযান ।
ইবাদতে মন দাও করো নেক কাজ
ডাকিছে মুয়ায্যিন পড় হে নামায ।