তোর অনুপস্থিতি আমাকে রুদ্ধশ্বাস করছে
যেমন সাজেকের সর্পিল পাহাড়ি বন্ধুর সড়ক
রুদ্ধশ্বাস করে পর্যটকদের ।
হৃদ্যন্ত্র পল অনুপল স্পন্দিত হচ্ছে
যেমন ঝড়ঝাপটা
স্পন্দিত করে রাতচরা পাখির দেহপল্লব ।
--তা নিমিষে উবে দেবে তো
তোর প্রস্ফুটিত গোলাপের সজীব সৌন্দর্য ??