(১)
ফুলের কাছে বলেছিলাম তোমার কথাই বেশ
বললো কি ফুল
আমি তো ব্যকুল
তার চেয়েও সুবাস নাকি তোমার চুলের কেশ ??


(২)
যে কয়টি বছর রইব বেঁচে
সুন্দর এই ধরায়
মোট জীবনের দুই-তৃতীয়াংশ
হে প্রেয়সী ! দিলাম তোমায় ।
হতো যদি জনম আবার
এই পৃথিবীর কোন এক ঘরে
বাকীটুকুও সঁপে দিতাম শুধুই তোমার তরে ।।