(১)
তোমার মায়াবী চোখের নেশায়
প্রেমের নেশা উথল উঠে
তোমার রুপের রাতুল শোভায়
তন্দ্রা যে হায় গেল টুটে ।
তোমার মায়াবী চোখতে ওই
কিসের নেশা আছে লো সই??
(২)
থাকতে আমি চাই নাকো সই
তোমার নয়ন চোখের জলে
থাকতে আমি চাই গো সদাই
তোমার বুকের হিয়ার তলে ।।