দিকে দিকে কত গর্জে উঠিছে মন্দ পাজির দল
তাদের যত ফাজলামিতে দেশ করে টলমল ।
এম পি- আমলা- মন্ত্রী- নেতা কেউ তো ভাল নয়
গরীবের যত হক মেড়ে খেয়ে তারা বেঁচে রয় ।
যে জনতার ভোটে বসে ক্ষমতার আসনে
সেই জনতাই মরে ধুকে তাদের অপশাসনে ।
না খেয়ে খেয়ে মরে কত গরীব-দরিদ্র-অসহায়
সেই গরীবের টাকায় তারা ঘুমায় নরম বিছানায় ।
মাল চুরি আর কাপড় চুরি কিংবা খাবার করে চুরি
পোঁজ দেখিয়ে চলে তারা নাচিয়ে তাদের মোটা ভূরি ।
তারা থাকেন অট্রালিকায়; হরিণ, বাগান ঘেরা বাড়ি
বিলাসিতার নাই সীমানা সুখ যে তাদের রকমারি ।
কোটি টাকার গাড়ী চড়ে শাঁ শাঁ করে উড়িয়ে ধুলো
চলেন তারা উল্টো চোখে দেখিয়ে মোদের কচুঁ- মুলো ।
ভোটের ক্ষণে ভোটার গণের পা ধরিতে নাইকো মানা
ক্ষমতায় আসলে পরে হয় যে তাদের চক্ষু কানা ।
তাদের কত চামচা-ক্যাডার, কত ডজন মাস্তান ওরে
ল্যাং মাড়িয়ে ভাঙ্গেরে ঠ্যাং ত্রস্ত থাকি তাদের ডরে ।
চাঁদাবাজি, টেন্ডারবাজি আরো কত বাজি ভাই
ভয় দেখিয়ে নেয় যে কেড়ে সাঙ্গ-পাঙ্গ নেতার ভাই ।
জোঁকের মত চুষে নিয়ে যত গরীবের রক্ত খায়
করে যত অবিচার আর অপোশোষণ মাৎস্যন্যায় ।
তাদের স্ত্রী-পুত্র-সন্তানেরা দম্ভ করে চলে
আরো ভাল হতো যেন দেশটা বাপের হলে ।
যত সব কান্ড দেখে মনে হয় দেশটা তাদের
এমনভাব দেখায় তারা দেশটা যেন তাদের বাপের ।
এই হলো কি মানবতা ভাই, এই হলো কি নেতার কাজ
নাইরে সেদিন জাগরে সকল ধরতে হবে তাদের আজ ।।
জনগনের টাকায় তারা করে যত পোদ্দারী
এদের তরে ক্ষেপতে হবে বন্ধ করতে জোচ্চুরি ।