মনুষ্যত্ব দাও প্রভূ দয়াময় মনুষ্যত্ব নাই এই বাংলায়
অমানুষ গুলো মানুষের বেশে গরীবের আহার চুরি করে খায়।
এদেশে আছে শুধু অমানুষ মানবতা নাই নাই কোন হুঁশ
অমানুষেরে মানবতা দাও অন্তর করো স্নেহ-প্রীতিময়।
করোনা আজি যমদৃত বেশে মারিছে মানুষ জাত নির্বিশেষে
মরিছে তাদের স্বজন পরিজন তবু সম্বিত ফিরে না পায়।
ইহাদের আছে অতি লোভি মন চুরি করে হয় নেতা, সুধীজন
নিজেরেই চেনে চেনেনা এরা ভূখা, অভাবী, গরীব অসহায়।
রক্তপিপাসী সীমারের চ্যালা মৃত্যুকে এরা করে অবহেলা
এই অতিমারীর মাঝে ইহাদের অন্তরে দাও মরণের ভয়।।
16 APRIL