মহররম এলে কাঁদে আকাশ; আকাশের চাঁদ
মহররম এলে মাতমের ঢেউ তোলে দজলা-ফোরাত ।
মহররম এলে কাঁদে কারবালার ধুলি, বালিকণা
মহররম এলে কাঁদে তৃষ্ণাতপ্ত লু হাওয়া, মরুরকণা ।
মহররম এলে বেদনায় পাড় ভাঙে মুমিন আত্মার
মহররম এলে কাঁদে আত্মাও- নবী নন্দিনী ফাতিমার ।
মহররম এলে কারবালার শিশির ফোঁটাও না হাসে
মহররম এলে গোটা দুনিয়া দু:খের জোয়ারে ভাসে ।
মহররম এভাবেই আসে যায়, আরো তো আসবে যাবে
তাই বলে মুমিনের কি এভাবেই কেঁদে দিন যাবে ?
কান্নাই শেষ নয়; বেদনায় হয়নিতো কোন সমাধান
হোসাইন প্রেমিক এক হও;
এজিদি প্রাসাদ ভেঙ্গে হবে খান খান । ।