এই দুনিয়ায় মায়ের মতন
নাইরে আপন নাইরে কেউ
মায়ের মুখের ’বাছা’ ডাকে
হৃদয়ে বয় সুখের ঢেউ ।
মায়ের হাতের নরম পরশ
দু:খ যত ভূলিয়ে দেয়
মায়ের মুখের মিষ্টি হাসি
স্বর্গ মাঝে ভাসিয়ে নেয় ।
মায়ের মতন অমূল্য ধন
নাইরে কিছু এই ভবে
মায়ের মতন দিল দরদী
সে তুলনা কি আর হবে ?
মায়ের আদর পায় যাহারা
জীবন তাদের ধন্য হয়
মায়ের দোয়ায় সন্তানেরা
বিপদ হতে মুক্ত রয় ।।
দোয়া করি মায়ের লাগি
পরকালে যেন পায় নাজাত
দোয়া মাগে এই অভাগায়
দোয়া করো সবে তুলি দুহাত ।।