তেলেঙ্গনা থেকে অন্ধ্রপ্রদেশ
মা জানে এর ব‍্যবধান
সন্তান জানে না মার মন।

মায়ের মনে থাকে আকুলতা
চোখে ভালবাসার কাজল মাখা
মরনের ভয় নিমিষে উবে যায়
লকডাউন ব‍্যারিকেড হলেও
দুরত্বে জড়িয়ে থাকে মমতার ছায়া

চাওয়ার আকুলতা হতে পাওয়ার বাসনা
মিলনে বাড়ে
করোনার ছোবল- সে তো কোন্ ছাড়
মমতায় পুর্ন হয়ে মিলনের সুখে সুখে
কমে যায় দুরত্ব
বুকে তুলে আদরের সন্তান
সন্তান জানে না মার মন।

মন আছে বলেই মা মা -ই
মা বলেই সব দুরত্ব সমান
করোনায়
লকডাউনে
কারফিউ
নিষেধাজ্ঞায়
মায়ের চেয়ে মমতাময়ী কেউ নাই
আসলে মা মা-ই।।

বিঃদ্রঃ ভারতের তেলেঙ্গানার এক মা একা ১৪শো কিলোমিটার স্কুটার চালিয়ে অন্ধ্রপ্রদেশে লকডাউনে আটকে পড়া ছেলেকে বাড়ি ফিরিয়ে আনাকে কেন্দ্র করে এটি লেখা।