মানবতা নাই, মানবতা আজ স্বার্থের খাঁচায় বন্দী
হিংসে-দ্বেষের ভুল জমানায় ভায়ে-ভায়ে নেই সন্ধি
সব স্বার্থের খেলায় মত্ত্ব
লুপ্ত বিবেক,মনুষ্যত্ব
নানাজনে নানানরকম করছে ফাঁকি, ফিকির, ফন্দি ।