আজ পৃথিবী উদার হলো জাগছে সবার মানবতা
মিলছে সবাই এক মোহনায় জাতি ধর্মে অভিন্নতা।
বিশ্ব জুড়ে আজ করোনা নৈতিকতা আনছে ফিরে
খোদা বিমুখ, অবাধ্যরাও খোদার কাছে লুটিয়ে পড়ে।
অতিমারী শিখিয়ে দিল পাক-পবিত্রের নিয়ম রীতি
যেমন করে শিখিয়েছিলেন অনেক আগে দ্বীনের নবী।
হাঁচি, কাশির সভ্য রেওয়াজ বাঁচতে হলে জানতে হবে
হাত ধোয়াটা গোমরাহ মানুষ মরার ভয়ে শিখছে সবে।
অচল হলো পতিতালয়, নাইট ক্লাব আর মদের বার
জুয়া-ক্যাসিনো বন্ধ হলো কমছে হারাম সুদের হার।
হোটেল, মোটেল, পর্যটনে, সৈকতে কেউ যায় না কেহ
বন্ধ শুটিং, ফ্রি মিক্সিং, সূর্যস্নানের নগ্ন দেহ।
নিত্যদিনের ঈদের আমেজ বর্ণিল আলোর শপিংমলে
বন্ধ হলো বিশ্বজুড়ে লোক সমাগম সিনেমা হলে।
ইয়াম্মি খাবার, সেল্ফি ছবি ফেবুতে কেউ দেয় না শেয়ার
সবাই এখন সঙ্গোনিরোধ ঈমান আমল করছে কেয়ার।
অশ্লীলতা বন্ধ করে করছে খোদার স্মরণ, জিকির
বন্ধ করে গর্হীত কাজ বাদ বিচারের করছে ফিকির।
ব্যর্থ যখন সব আয়োজন মরছে মানুষ নির্বিশেষে
অবিশ্বাসীও ভিক্ষে মাগে খোদার কাছেই অবশেষে।
ঊর্ধ্বতন আজ রাখছে খবর অধস্তন আর কর্মীদের
শাসকরা আজ খুলছে প্রিজন মুক্তো করে বন্দীদের।
মিশছে ধুলায় দম্ভ যত সব ক্ষমতার শক্তি, বড়াই
বাঁচার জন্যে কোয়ারানটিনে করছে সবাই চেষ্টা, লড়াই।
শাসক-শোষক ভাবছে অতি পদ, ক্ষমতা, রাজসিংহাসন
মানছে আজ সবার উপর সত্য খোদা, খোদার আসন।
এক করোনার জন্যে আজি দুনিয়াবাসি জাগল বেশ
ভাল- মন্দে সকল মাঝে খোদার কৃপার হয় না শেষ।
28 March, 2020