কেউ চায় না দেশে ভোট না হোক, সবাই চায়
দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক
সব দলের অংশগ্রহণ থাকুক
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক
উন্নয়নের গতি সচল থাকুক
সবাই নির্বাচনে যাক গণতন্ত্রের স্বার্থে
সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থে
দেশের কল্যাণে ।
মানুষ উন্নয়ন চায়,
মানুষ ভোট দিতে চায় ।
মানুষের মনে শঙ্কা না থাকুক
ভোটের দিন অগ্রিম সিল মারা না হোক ।
কারই ভোট দিতে পারা নিয়ে অস্বস্তি না থাকুক
কেউ নির্বাচনে প্রভাব বিস্তার না করুক
নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক
জয়ী হয়ে কেউ প্রতিশোধপরায়ণ না হোক
সবাই সবার সঙ্গে নিরপেক্ষ আচরণ করুক ।।
কেউ চায় না দেশে অরাজকতা হোক, সবাই বলে
মানুষ দায়িত্বশীল হোক গণতন্ত্রে সবার দায়িত্ব রয়েছে ।
আমরা সন্ত্রাস ও দুর্নীতিকে ঘৃণা করি
দুর্নীতি বাংলাদেশকে গ্রাস করেছে
মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক অধিকার চায় ।
কেই চায় না দেশে ভোট না হোক, সবাই বলে
দেশে অবাধ নির্বাচনের জন্যে সহায়ক পরিবেশ সৃষ্টি হোক ।
সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক,
নাগরিকের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হোক ।
প্রত্যেকই দায়িত্ব নিক সহিংসতার বিরুদ্ধে;
সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে চালানোর বিরুদ্ধে,
অসত্য বলে কেউ পার না পাক ।।
কেই চায় না দেশে ভোট না হোক, সবাই বলে
নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিক ।
দেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আসুক
সবাই ঐক্যবদ্ধ হোক; বিভক্ত না হোক
ঐক্যই আমাদের স্বাধীনতা দিয়েছে ।
আমরা অনেক দেশকে ছাড়িয়ে যেতে চাই
এখনও এ দেশের মানুষের বিবেক জাগ্রত
মানুষ অন্যায়কে হটিয়ে পরিবর্তন আনতে বদ্ধপরিকর
কেই চায় না দেশে ভোট না হোক, সবাই বলে
দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক