-------------------------------------------
কে দিলরে অতিমারী
সর্দি, কাশি, জ্বর
কার হুকুমে এক অণুজীব
মারছে নারীনর?

কে দিলরে একটু নাড়া
ভাঙলো ঘুমের ঘোর
কার হুকুমে সাঙ্গ মানুষ
রাত্রী, দুপুর, ভোর?

কার ইশারায় হচ্ছে বিরান
শহর, নগর, গ্রাম
কার হুকুমে মরছে মানুষ
উচ্চনীচ তামাম?

কার ইশারায় বন্ধ আজি
সকল কলরব
ব‍্যস্ত মানুষ, ব‍্যাস্ত শহর
নিমিষে নীরব।

কে পাঠালো ক্ষুদ্র সেনা
কার এতরে ফন্দি
কার ইশারায় কোয়ারেন্টিনে
সবাই গৃহবন্দী?

ভাবছি বসে একলা মনে
কে দিল ভাইরাস
এক ছোঁয়াতে এক পলকে
জ‍্যান্ত- মরা লাশ।

ওহে মাবুদ তোমার ইচ্ছায়
এই দুনিয়ায় আসা
তোমার ইচ্ছায় সর্দি-হাঁচি
তোমার ইচ্ছায় কাশা।

তোমার ইচ্ছায় সুস্থ‍্য মানুষ
অসুস্থ‍্য হয়, মরে
তোমার ইচ্ছায় সুস্থ‍্য হয়ে
কেউবা বাড়ী ফেরে।

তোমার ইচ্ছায় বাঁচি মোরা
তোমার ইচ্ছায় রোগী
তোমার ইচ্ছায় এক করোনায়
আমরা ভুক্তভোগী।

ওহে মা'বুদ কৃপা করো
হঠাও করোনা
মানুষ তোমার সৃষ্টির সেরা
করো করুনা।।

দুর করো সব আজাব-গজব
রাখো পরম সুখে
ক্ষমো মোদের সব অপরাধ
বলছি নাদান মুখে।।
-------"------"--------"-------"-------"-----
8 April, Dhaka