যেমন করে চাঁদের আলো
দূর করে সব আঁধার কালো
প্রভাত রবি দিনকে যেমন
করে আলিঙ্গন-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
পুষ্প যেমন নিজেরে ফোঁটায়
রুপ ও গন্ধ দেয়রে ছড়ায়
বন পাখিরা সবার লাগি
গায়রে যেমন গান-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
মেঘে মেঘে কত ঘর্ষণ
তবু তো নাই রাগ অভিমান
তারকারাজি রাতে যেমন
দেয়রে শীতল কিরণ-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
যেমন করে ছুটে নদী
সাগর পানে নিরবধি
নির্ঝরনী ঝরে যেমন
শান্ত মধুর তান-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
পথে যেমন অবিরত
চলে পথিক দিবারাত্র
প্রদ্বীপ যেমন নিজে জ্বলেে
আলোক করে দান-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
যেমন করে শিশুরা খেলেে
আপন মনে সাঁঝ সকালেে
একই নীড়ে পক্ষীযুগল
করে প্রেম নিবেদন-
তেমন কেন হয়নারে ভাই
সব মানুষের মন ?
দ্বন্দ্ব-দ্বেষের জগত্শালায়
নিত্য কত দুঃখ কাঁদায়
সব ভূলে তাই গাইরে সবাই
মধুর প্রেমের গান-
এমন যেন হয় আমাদের
সব মানুষের মন ।।