ষাট কিংবা সত্তর
এই তো ভবের জীবন মোর
সময় হলেই বন্ধ হবে
জীবন লাইনের করিডোর ।
যেতে হবে সঙ্গী ছাড়া
সাড়ে তিন হাত মাটির গোর
থাকবে পড়ে নিথর দেহ
কেউ হবে না সঙ্গী মোর ।
এই পৃথিবী ছাড়তে হবে
কেউ রবে না আজীবন
তবু কেন মরণ ভয়ে
হয় না ভীত পাগল মন !!
ফুলকলি ফুটলে রাতে
ঝড়ে পড়ে হলেই ভোর
ফুলের মতো পড়বে ঝড়ে
সময় হলেই জীবন মোর।।