দিন দিন প্রতিদিন
যায় যায় দিন
লীন লীন আশা যত
লীন হলো লীন ।
হীন হীন তনুমন
হীন হলো হীন
দিন দিন অনুদিন
দ্বীন হলো দ্বীন ।
পদে পদে প্রতিপদে
বিপদ বিপদ
চলো চলো তবু চলো
স্বপদ স্বপদ ।
ভাবি ভাবী গেল ভাবী
গেল ভব ভাবী
ভাবি ভাবী চলে যাবি
যাবি পরে যাবি ।
দাও দাও পাড়ি দাও
যোজন যোজন
জোড়ে জোড়ে জোড়ে
হন হন হন ।
নাই নাই কেউ নাই
ডর নাই নাই
একা একা চলো একা
চলে যাই যাই ।
রাশি রাশি  ‍দু:খ রাশি
ভূলে যাই যাই
জনে জনে প্রতিজনে
বলো ভাই ভাই ।
করে করে প্রতিকরে
কর রাখো কর
হর হর সদা হর
হর অরি হর ।