আজ বিশ্ব জুড়ে মুসলিম জাতি ঘোর বিপাকে
মরছে যত অমুসলিমের কূটকৌশলের ঘূর্ণিপাকে ।
দ্যাখরে চেয়ে মরছে কত লাখে লাখে মুসলেমিন
সিরিয়া, ইরাক, বার্মা, কাশ্মীর, আফগানিস্তান, ফিলিস্তিন ।
বিশ্বব্যাপি মরবে কি তোর ভাইয়েরা সব এমন করে ?
জাগরে তোরা থাকিসনে আর বিভোর অলস তন্দ্রা ঘোরে ।
জনমিয়া এই ধরাতে মরাই কি কাজ মুসলিমের
জন্ম যাদের উড়িয়ে দিতে বিজয় কেতন ইসলামের !!
ওরে দেখিসনি কি বখতিয়ারের ঘোড়সরোওয়ার
কাঁপিয়ে কেমন ত্রস্ত করে লক্ষন সেনের রাজ দরবার ।
মরল কেমন বাঘের মত মহীশুরের টিপু সুলতান
দুনিয়া জুড়ে জাগরে যত বীরযোদ্ধা আলীর প্রাণ ।
দেখছ কেমন উমর ফারুক অর্ধজাহান করল শাসন !
খেজুর পাতার প্রাসাদ যার ধূলির গড়া রাজসিংহাসন ।
কি আশ্চর্য্ ! শাহজালালের আযান ধ্বণির বজ্রনিনাদ
ভেঙ্গে কেমন চূর্ণ করে রাজা গোবিন্দের রাজপ্রাসাদ ।
দ্বিগ্বীজয়ী মুসলিম বীর সালাহউদ্দীন
বীরত্বে যার ক্রুসেডারদের ভাঙল নিন ।
মুহম্মদ-বিন-কাসিম করল সিন্ধু বিজয়
ভারতভূমে হয়নি কিরে ইসলামের জয়??
হায় ! এই দুনিয়ায় মুসলিমরো বীরের জাতি
কিন্তু কেন নিভল তাদের শৌর্য-বীর্যের অরুণভাতি ??
ঈমান আমল নাই বলে তাই এই যমানার মুসলিমের
নিজেই নিজের আনছে মরণ জ্বলছে সম পতঙ্গের ।
কেমন করে মারল এজিদ মুসলিম হয়ে মুসলিমের !!
তাই দেখে তো হাসছে হৃদয় খিলখিলিয়ে কাফেরদের ।
মীরজাফরের শয়তানিতে ডুবল রবি পাক ভারতের
দুইশ বছর করল শাসন দোসর যত লর্ড ক্লাইভের ।
আস্তাকুঁড়ে দেরে ছুঁড়ে যত এজিদের রাজসিংহাসন
পিষ্ট করে দূর্বৃত্তেরে হটাও যত অপশাসন ।
ভূল যমানায় নতুন গানে জাগরে সকল ঘুমিয়ে যত
নব জেহাদের প্রস্তুতি নে নইলে আবার মরবি শত ।
আরো হুসেনের রুধির ধারায় যাকরে ভেসে কারবালা
নইলে কভূ আসবে নারে ইসলামের জয়মালা ।
তিতুমীরের মত ওরে গর্জে উঠে আরেকবার
বিশ্ব জুড়ে দাঁড়াও রুখে চলছে কত অত্যাচার ।
বিশ্বব্যপী জাগরে আবার শতশত আতাতুর্ক
ভাংরে আগল জাগরে সকল বাজাওরে তোর রণতূর্য ।
কিন্তু ওরে মনে রাখিস জাফর-এজিদ দোসরদের
ধরবে টেনে মারবে হেনে মুসলিম বীর সেনাদের ।
আত্মদানের নতুন চেতন জাগুক যত নবীন প্রাণে
রক্ত জোয়ার উথলে উঠুক মুসলিম যত সুপ্ত ধ্যানে ।
নতুন বীরের আহ্বানে জাগরে যত অলস ওরে
ছিনিয়ে নে তোর জয় নিশানা দুরাকাশে উড়িয়ে দেরে ।।
(১৬ আগষ্ট ২০১৮, মিরপুর)
-----------------------------------------------------------------------