বাজার এলাম মনের মাঝে অনেক আশা, কৌতুহল
কিনব ইলিশ বুকে আমার খুশির তুফান দেয় যে দোল
সাধ্য আমার থাক বা না থাক সাধ আছে কিন্তু ভাই-
ইলিশের দাম শুনে এবার খুঁজি মায়ের শীতল কোল।।

চারিদিকে অনেক ইলিশ কিন্তু এসব যাচ্ছে কোথায়?
মোদের ইলিশ যায় চলে যায় ভিনদেশেতে হায়রে হায়
খুঁজতে গিয়ে এই ইলিশের রহস্যের কুল পাই না আর
অপূর্ণ সাধ আশা নিয়ে ফিরে এলাম নিজ আলয়।।

ইলিশ ইলিশ ইলিশ ইলিশ ইলিশ সারা বাজার
এক চিলতে কিনতে ইলিশ লাগে তবু হাজার
জানি স্বাধীন ইচ্ছামত যায়নি কেনা ইলিশ
স্বাধীন হলাম তবু কেন ফতুর হবার যোগাড়?

স্বাদের ইলিশ দেখলে আমার জিবে আসে জল
কিন্তু ও ভাই ক্যামনে কিনি নাইযে কেনার বল
ইলিশের দাম শুনে আমার কেনার ইচ্ছা নাই মোটেও
এই যে ইলিশ রাজনীতি আর অরাজনীতির জট কেবল।