হাইক-১

বসন্ত দিনে
লাল গুল মেহের
দেব তোমাকে ।।

হাইক-২

আমায় তুমি
ভালবাসলে কেন
ভুলবে যদি ??

হাইক-৩

আসলে যবে
হিমেল রাতে ওগো
একটু বসো ।

হাইক-৪

এই হৃদয়ে
জমিয়ে রাখা গল্প
শুনবে এসো ।

হাইক-৫

প্রেমিক তুমি
সময়ের প্রভাবে
আত্মকেন্দ্রিক ।