সময় কতটা খারাপ হলে মর্ত্যের পৃথিবীতে আসে মহান করুণাবিষ্ট যিশু ?
সময় কতটা খারাপ হলে ক্যামেরার লেন্সকে অস্ত্র ভাবে অবোধ শিশু ?
সময় কতটা খারাপ হলে ভয়ে বিহ্বল শিশু হাত তোলে মাথার উপরে ?
সময় কতটা খারাপ হলে দুধের অবুঝ শিশু অসহায় আত্মসমর্পন করে ?
সময় কতটা খারাপ হলে শিশুরা সটান দাঁড়ায় ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে ?
সময় কতটা খারাপ হলে এমন দৃশ্যেও মনুষ্য  বিবেক যায় না নাড়িয়ে ?
সময় কতটা খারাপ হলে শুনি শিশুর গগন বিদারী আহাজারি, আর্তনাদ ?
সময় কতটা খারাপ হলে যুদ্ধে, জোরজুলুমে ভরে থাকে পৃথিবীর জনপদ ?
সময় কতটা খারাপ হলে ক্ষুধার্ত শিশুর কান্নায় আকাশ-বাতাস যায় ভরে ?
সময় কতটা খারাপ হলে বাঁচার তাগিদে বৃদ্ধ, আবালবণিতা আহাজারি করে ?
সময় কতটা খারাপ হলে মনুষ্য বিবেক ডুবে থাকে অপরাধের কুহেলিকায় ?
সময় কতটা খারাপ হলে শিশু অকালে অসময়ে পৃথিবীকে বিদায় জানায় ?
সময় কতটা খারাপ হলে মনুষ্যত্ব পতিত হয়, হয় অসুর আর সীমারের জয় ?
সময় কতটা খারাপ হলে ভাবতে হয়  পৃথিবীতে মানুষের মুক্তি কোথায় ?
সময় কতটা খারাপ হলে সংখ্যা বাড়ে পিশাচের, কমে মানুষ ধরনীতে ?
সময় কতটা খারাপ হলে স্যাটানের রক্ত প্রবাহিত হয় মানবের ধমনীতে ?
সময় কতটা খারাপ হলে হুদিয়ারা ভিত্ নড়ালেও  জাগে নাকো মনুষ্যত্ব ?
সময় কতটা ভাল হলে ব্যথিত পচনশীল পৃথিবীর মানবতা হবে  জাগ্রত ?
সময় এতটা খারাপ ভাবি নিপীড়ীত মুসলিমরা  কি জেগে উঠবে আবার ?
সময় এতটা খারাপ আসুক  কোন হামজা, খালিদ, তারিক, আলী, ওমর ।
সময় এতটা খারাপ তাই আধমরা অধমেরা করে কারো প্রতিক্ষা জন্মাবধি,
সময় এখন ঘোরতর খারাপ । এসো হে দেখাতে পথ প্রতিশ্রুত মাহদী ।


বি. দ্র. অত্র কবিতাটি যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার একটি শরনার্থী শিবিরে হুদিয়া নামের এক শিশুর ক্যামেরা লেন্সকে অস্ত্র ভেবে দুহাত উপরে তুলে ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে থাকার সেই তোলপাড় করা ছবিটিকে  কেন্দ্র করে লেখা ।