এমনই তো হয়….
অকস্মাৎ ঝরে যায় ’রক্তগোলাপ’
অতি সন্তর্পণে উড়ে যাওয়া পাখির শব্দে
হঠাৎ নিস্তব্ধ হয় ’তারা ভরা রাত’।
’অবাক হৃদয়’ নিয়ে থমকে থাকে বেশুমার বিরহী প্রেমী ।
অনাদরে পড়ে থাকে অসংখ্য ব্যবহৃত
’রুপালী গিটার’
রকের মূর্ছনায় জাগে না মুগ্ধ শ্রোতার
’ঘুমন্ত শহর’, অথবা উত্তাল কোন মাঠ
দীর্ঘ নিঃশ্বাসে ভরে ফেলে আসা সব স্মৃতি
নিমিষেই বিরহ বিষন্ন হয় শেষ কনসার্ট
নির্মিত হয় অনিবার্যতার সমাধিস্তম্ভ-লিপি
আকাশছুঁই জনপ্রিয় মানুষও বড় অচেনা হয় ।
রবিনের ভক্তরা গাইবে গান;
তার মতো করে বাজাবে গিটার ।
সময় হলে তারাও তো তার মতো করে
’সুখের এ পৃথিবী’র সব সুবন্দোবস্ত ছিন্ন করে
’সবাইকে একা করে অন্ধ ঘরে’ চলে যাবে একদিন ।
এমনই তো হয়….
আসলে প্রমিত মৃত্যুর কাছে মানুষ বড় অসহায় ।
ও মানুষ মৃত্যুকে করো ভয় ।।