কেন বুকটা ধক করে ওঠে তুমি মিসড কল দিলে?
মনের গভীরে কেন তোলপাড় হয় অদৃশ্য কৌতুহলে ?
কথা তো হয়েছিল কিঞ্চিৎ, কিছুক্ষণ
অচেনা কন্ঠস্বরে খুবই সাধারণ ।
কি কথা হয়েছিল মনে নেই কোনো
এতদিন পরও তবু এত অনুভব কেনো?
দেখিনি তোমায়, ছোঁযা হয়নি তোমার কোমল ওই হাত
তবু কেন পুড়ে যায় মন, হয়ে যায় সব লুটপাট?
তুমি মিসড কল দিলে মনের বনে অনল জ্বলে
কৌতুহলী উন্মত্ত এ বুকে ঝংকার তোলে
আমি জানি না আদৌ; হে অচেনা ! একে কি বলে?
এই বয়সে এতদিন পর তোমার একটা মিসড কল
বাস্তবিক অর্থেই বাড়ায় কেন আমার কৌতুহল??