এক চিলতে মেঘ থেকে ঢালো কত বৃষ্টি
ভাবতে বড় অবাক লাগে একি তোমার সৃষ্টি !!
এক ফোঁটা তরল থেকে
তৈরী করলে মানুষ
সেই মানুষে করলে সেরা
দিয়ে বুদ্ধি, জ্ঞান, হুঁশ
চলার জন্যে পা দিলে যে
কাজের জন্যে হাত
জাগার জন্যে দিনকে দিলে
ঘুমের জন্যে রাত ।।
দেখার জন্যে দুচোখেতে দিলে শক্তি দৃষ্টি
ভাবতে বড় অবাক লাগে একি তোমার সৃষ্টি !!
‘কুন ফা ইয়া কুন’ বল্লে পরে
এক নিমিষেই সব হয়
জানি সবে কুদরত তোমার
তবু জাগে বিস্ময়
জন্ম নিলেই মরতে হয়ে
এটাই নিয়ম এ ভবে
আজকে যা দেখছে দুচোখ
দুদিন পরেই শেষ হবে
সবকিছুই তো লীলা তোমার সবই তোমার কৃষ্টি
ভাবতে বড় অবাক লাগে একি তোমার সৃষ্টি !!