ছোঁয়া যাবেনা, হাঁচা যাবে না
দেয়া যাবে না কাঁশ
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
ঘেষাঘেষি করা যাবে না
পাশাপাশি বসা যাবে না
মানতে হবে সোশাল ডিসটান্স
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
যেখানেই যাই সেখানাতে
লোক সমাগম, রাস্তা ঘাটে
আমার চারপাশ
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
সুইচ বাটনে, কাগজী টাকায়,
কাঁচ, প্লাষ্টিক, কাপড়, জুতায়
সবখানেতে বাস
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
ঘরে বসে থাকতে হবে
নাক মুখ ঢাকতে হবে
পরতে হবে মাস্ক
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
ঘরের বাইরে, হাট বাজারে
যাওয়া যাবে না লোকের ভীড়ে
করতে পারে টাচ্
আসল দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
যখন তখন আসবে যাবে
পরিপাটি থাকতে হবে
মাসের পরে মাস
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
জাতি, ধর্ম, নির্বিশেষে
দেশে দেশে সকল দেশে
লাশের পরে লাশ
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
তরুন কিশোর বৃদ্ধ জোয়ান
মানে না সে বাচ্চা শেয়ান
পরায় গলায় ফাঁস
আসলো দেশে যমের বেশে এ কোন ভাইরাস?
বাঁচাও প্রভূ, বাঁচাও খোদা
আমরা তোমার বান্দা সদা
আমরা তোমার দাস
দুর করে দাও প্রাণঘাতি এই করোনা ভাইরাস।।
3 April, 2020, Dhaka