ধুলি বালি দিয়ে শিশু
বসি নিজ মনে,
সব ভূলে করে খেলা
উঠানে উঠানে ।।
সে ক্ষণে ডাকিলে কেহ
নাহি শোনে কভূ,
দেখালেও শত লোভ
খেলিবে সে তবু ।।
ধুলি বালি দিয়ে গৃহ
করে নির্মাণ,
না থেকেও পায় মনে
সুখ অফুরান ।।
কত কিছু ধুলি দিয়ে
শিশু নিজ মনে,
সুধা ভরে ভাংগে আর
গড়ে ক্ষনে ক্ষনে ।।
ধুলি দিয়ে খেলাধুলা
করে মন ভরি,
ধুলি মাঝে শিশু মন
করে গড়াগড়ি ।।
সোনা দাও হীরে দাও
মু্ক্তো মানিক,
ধুলি বিনে সকলেরে
ভাবে সে অলীক ।।
ধুলি তার খেলা সাথী
ধুলি তার সব,
ধুলি বিনে কখনো কি
কাটে শৈশব ???