এদেশের এক অজপাড়াগাঁয়
জন্মেছিল প্রেয়সী মম
অনন্ত প্রেমসুধা বুকে ছিল তার
ভালবেসেছিল মোরে রজকিনী সম ।।
উথলি উঠিল প্রেম
হৃদয়ে আমার
তারে পেয়ে জীবনের
কাঁটিল আঁধার
সে ছিল রজকিনী
আমি চন্ডিদাস
প্রেমে প্রেমে কাঁটিল বছর ক’মাস ।
(অত:পর একদিন)
হঠাৎ আমারে ছেড়ে
অভিমানে গেল চলে
ভাঙ্গিল রজকিনী স্বপন বাসর
তারে বিনে এ জীবনে
নামিল আঁধার
এভাবে কাটিল মোর বছর ক’মাস
বিরহে বিরহে শেষে হনু দেবদাস ।