দারিদ্র্যের কষাঘাতে
জর্জরিত যে জীবন
ভেঙ্গে যায় সব আশা
সব সুখ ও স্বপন ।

অভাবের তাড়নায়
কাঁটে দিন যাতনায়
হতাশার দোলাচলে
নিপীড়িত বেদনায় ।

ভূল পথে পথ চলা
অন্ধকারে বসবাস
আশাগুলো উবে যায়
মরে যায় অভিলাষ ।

যায় মান সম্মান
আব্রু ও ইজ্জত
নীচতার গ্লানীতে
হতে হয় বেইজ্জত।

দারিদ্র্যের যাতনায়
জীবন যেন হয় ফাঁকা
কষ্টের চাপে পড়ে
বিধাতারে ভূলে থাকা ।

দারিদ্র্যের যাতনায়
জ্বলে যাওয়া আর নয়
করো শক্তি সঞ্চয়
নিজের করিতে জয় ।।