বাবা বলে বলতো হীরে
চাঁদের বাড়ী কই ?
বলে হীরে পানির তলে
পুকুর জলে ওই।।

বাবা বলে ওই যে দেখ
নীল গগনের কোণে
সূদুর থেকে হাসছে চাঁদ
তোমার কথা শুনে ।।

ভাবে হীরে ব্যাপার কিরে
দুইটা কেন শশী ?
একটা হাসে দূরাকাশে
একটা জলে বসি ।।

ছোট্র হীরের ঘোর কাঁটে না
প্রশ্ন জাগে মনে
জলের তলের চাঁদটা কেন
হাসে গগন কোণে ??

জিজ্ঞাসে তাই জনে জনে
ছোট্র হীরে খোকা
কেউ বলে না আসল কথা
তাই সে পেল ধোঁকা ।।

এবার হীরের বাবায় বলে
ছোট্র খোকা আয়
দুইটা নহে একটা রে চাঁদ
সূদুর নীলিমায় ।।

রাতের বেলায় দূরাকাশে
চাঁদটা যবে হাসে
পুকুর-দীঘির স্বচ্ছ জ্বলে
চাঁদটা চোখে ভাসে ।।

এবার হীরের ঘোর কেঁটে যায়
হাসে ফিকফিক
নাচের সাথে হাত তালি দেয়
বলে- ঠিক, ঠিক, ঠিক।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,