বৃষ্টি হলে ভেজার ছলে ছাদের উপর দাঁড়াস
রেলিং ধরে আমার দিকে একটু খানি তাকাস
বৃষ্টি হলে মনের কোণে করে রে টানটান
বেঁধে রাখিস তোর পরাণে আমার এ পরাণ ।