শরতের সফেদ সকালে সহসা
বিদায়ের বিউগল সুরে
নড়েচড়ে উঠল চিকলীর বিল ।
ভেসে গেল কিছু বুক নোনা জলে।
অনিবার্য মৃত্যুর পৃথিবীতে
কিছু চলে যা্ওয়া বড় বেশী ছাপ ফেলে
হৃদয়ে কাটে দাগ
কাছের দুরের অনেকের
একে এক খসে পড়ে
বর্তমান, ভবিষ্যৎ
বিদ্যমান অতীতের স্মৃতির পালক ।
কষ্ট আর দীর্ঘ রোগভোগে জীর্ণ শরীর
সব চুকে সাদা কফিনে ঢোকে
অত:পর প্রাচীন সিমিট্রিতে
নিমিষে নির্মিত হল নিশ্চিত এফিটাপ -
”আসবে মানুষ হাসবে মানুষ
ভাসবে পৃথিবীর বুক
দেখা হবে,
দেখা হবে না আর
তোর মুখ ।”
স্মৃতি হয়েই থাক তোর এফিটাপে ।