কত কিছুই তো ঘটে বোমা ও বোশেখে
বোমায় উড়ে যায় শিশুদের নিষ্পাপ দেহ, ছোট বড় ভবন, অট্রালিকা, গাছ, পবিত্র নগর।
নববঁধুর মেহেদী রাঙ্গা অগণিত হাত
সদ্য লেখা প্রেমের চিঠি, প্রেয়সীর।
ধোঁয়ায় উবে যায় ফুল, পাখি, জল, মেঘ
স্বজনের ভালবাসা,আকুতি-আবেগ।
বোশেখে গ্রাম সাজে, নদী সাজে, শহর নগর সাজে
উৎসবে ঊচ্ছ্বাসে ঢাক ঢোল বাঁশি বাজে
বোশেখে বৃষ্টিও নামে স্বস্তির ।
ঝড় থামে, ঝড়ের তান্ডব থামে
কত বোশেখ আসে যায়
তুমিই শুধু থামলে না
বোশেখের অছিলায় নেতানিয়াহু।।
(আজকের পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে পঠিত কবিতা)