কত না ছলে
যাও যে বলে
বুঝেও না বুঝি
কোনো ছলে
কত কাছে আসো
কী যে ভালোবাসো
কত কথা যাও মুখে বলে ।
শুনেও না শুনি আমি
সবই যাই ভূলে ।
তোমারে যে আমি
চিনি
ভালোবাস মোরে
জানি
কি করিব আমি কোন্ বলে?
নি:স্ব, রিক্ত আমি
ব্যর্থ জীবন খানি
দু:খানলে পুড়িছে হৃদয়
এ মনের যত আশা
ছিল যত ভালোবাসা
উবে গেছে
কবে যে কোথায় !!!
যে আশায করো তুমি
প্রেম সাধন
ব্যর্থ হবে যে সবি
না মিটিবে
মনের বাসন ।
তাই সখি
যাও মোরে ভূলে
আমারে না
ভালোবাসো কোনো ছলে///////