তোমারে কি ভুলতে পারি সহজে?
ফাগুন ভুলে কি ধরার ধুলিকে?
যতই তুমি ভুলতে মোরে কহ যে ।
তোমারে কি ভুলতে পারি সহজে?
পথিক বেভুল যে সেও স্মৃতি খুঁজে
অলিও ভোলে না কোন কলিকে ।
তোমারে কি ভুলতে পারি সহজে?
ফাগুন ভুলে কি ধরার ধুলিকে ?