,,,,<<>>,,,,<<>>,,,
কত সুর কত গান
রচি আমি দিনমান,
বুঝেও তাহার মানে
কর তুমি অভিমান ।
নিজ মনে ফুলকলি
ফোটে হাসে করে কেলি,
কেবা তারে দ্যাখে চেয়ে
তবুও সে থাকে মেলি ।
সাগরের পানে নদী
ধেয়ে চলে নিরবধি,
আসে কভূ ফিরে কি সে
কেহ তারে ডাকে যদি?
বনপাখি মনসুখে
রাতদিন গায়গান
কেবা তারে রাখে মনে
হলে গান অবসান ?
পাখি, ফুল, নদী সম
ভালোবাসি প্রিয়তম
তাতে সুখ পাই মনে
না বাসিলেও ভালো মম।।
,,,<<>>,,,<<>>,,,