বাংলা আমার
ফুল বাগানের
সদ্য ফোটা ফুল

ফুলের মত
রুপ যে তার
চেয়ে রই জুলজুল ।।

বাংলা আমার
পূবাকাশের
ঊষার রঙীন রবি

দুচোখ ভরে
নিত্য দেখি
বাংলা মায়ের ছবি ।।

বাংলা আমার
সন্ধ্যাকাশের
তারা মিটিমিটি

শীতল কিরণ
চাঁদের মত
দেখায় পরিপাটি ।।

বাংলা আমার
ঊর্মি দোলা
বঙ্গোপসাগর

ঢেউয়ের তালে
মনটা দোলে
বাংলা প্রেমে নাগর ।।

বাংলা আমার
অস্তগামী
সূর্য ডুবি ডুবি

বাংলা মায়ের
রুপ দেখে তাই
আঁকছি কত ছবি ।।