আগের দিনের খলিফারা
ছদ্মবেশে রাত বিরাতে
ঘুরে বেড়ালে শুনতে পেতেন
কারো  কোনো দুঃখ এবং
ব্যক্তিগত দুঃখের আলাপ

আজকের যুগের খলিফারা
ছদ্মবেশে রাত বিরাতে
ঘুরে বেড়ালে শুনতে পাবেন
মেগা কোনো হিন্দি সিরিয়াল,
দেশী কোনো টক শো-সংলাপ।।