আজ কাদের বলিবো চোর ?
রাত-নিশিতে গ্রিল কাঁটে যারা
তাদেরই বলিবো চোর !!
ক্ষমতার জোড়ে, কলমের জোড়ে
অপরের ধন যারা চুরি করে
তারা কি নয় চোর ??
আজকের দিনে চোর কারে বলে
পাল্টতে হবে সংজ্ঞা
বড় বড় লোকে চোর যদি হয়-
সিঁদেল চোরের মংগা ।
সিঁদেল চোরেরা ত্রস্ত থাকে
দেখে যদি কেউ পাছে
বড় চোরেরা চুরির রাজ্যে
প্রতিযোগিতা করে বাঁচে ।
গরীবের মাল চুরি করে যারা
মদের পেয়ালা চুমে
তারা চোর নয় ! সাধু, সজ্জন !!
নাকে তেল দিয়ে ঘুমে ।
বড় বড় পদে পদাসীন যারা
তাদেরই জারিজুরি
দেশ ও দশের সেবক সেজে
তারাই করে যে চুরি ।
নিরন্ন, গরীব, বিপন্নদের
করে সর্বনাশ
প্রাসাদোপম অট্রালিকায়
তারাই করে যে বাস ।
গড়েছে তারা দেশ-বিদেশে
কত কারখানা, সংঘ
দুর্নীতির নামে চুরি করে তারা
নি:স্ব করেছে বঙ্গ ।
চোরে চোরে দেশ চালায়
চোরেরাই করে শাসন
যত করে চুরি তবু নয় চোর;
নেতা, সাধু, মহাজন ।
ছিঁচকে চোরে যায় শ্রীঘরে
বড় চোরে পায় পার !!
এ কেমন কথা ! এ কেমন দেশ !!
এ কেমন অবিচার !!!
চোরেরই তরে দেবস্তুতি
গাই যত জয়গান
এদেরই করি ডর, ভয় কত
শ্রদ্ধা ও সম্মান ।
আর নয় ওরে স্তবগান,
আর নয় জয়গান
এদের নাশিয়া বাঁচাতে হবে
বিপন্নদের প্রাণ ।।
পালাবার পথ তাদের যত
করিতে হবে রুদ্ধ
ধ্বণিত হোক তাদের তরে
মুক্তিকামীর যুদ্ধ ।