রাত্রির দ্বিপ্রহরে উঠিলাম জাগি
চক্ষু সজল করুণ বেদনার লাগি ।।
....................................
হারিয়েছে জীবনের গতিপথ
উবে গেছে সব স্বপ্ন-সাধ
নিভে গেছে জীবনের সন্ধ্যাতারা
আঁধারেই পড়ে আছি । দিশেহারা ।।

আলস্যে-অবহেলায়
ফালসেমিতে গেছে কাল
ধ্বংসধারায় জীবন পূর্ণ
রক্তে মেশা বিষন্নতার বিষ
সুখহীন বিষাদে জীবন বিপন্ন ।

আছি ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ।
লাল-নীল কষ্টের সাথে
প্রীতিহীন পরিবেশে
প্রতিকূলতার সাথে দ্বন্দ্বে ।।
বিধ্বস্ত নই তবু......

মন্দ ললাট
কাহিনী গাঁথা শুধু বিলুপ্তির
তবু স্বপ্ন বিরাট ।।

বিশ্বস্ততাই মানসিক শক্তি  
নিয়তো আশার আলো দেখি
তারই ভেলায় চড়ে সমুখে চলি।।

জানি একদিন
আসিবে শুভদিন
সে আশায় মোর
নিশি হলো ভোর ।।