১।
সকাল থেকে বিকেল তোমার নিত্য কাজে থাকা- খুব সহজেই মানি
অফিস শেষে বাড়ী ফিরেই লইবে বুকে টানি ।।
২।
ভালবাসার প্রতিদানে কষ্ট দিলে দিস
তবু, বন্ধু ! তোর তরে মোর অযূত-নিযূত আশিষ ।।
৩।
ভালবাসা দিলে বটে দিলে তো বিরহও
তবু তোমায় প্রণমিতে চায় এ তনু মন দেহও ।।
৪।
আমায় তুমি রেখেছ শুধুই জুকারবার্গের ফেসবুকে
তোমায় আমি রেখেছি বন্ধু খোদার দেয়া এই বুকে ।।
(৫)
কি দিব আর কি-ই বা দিতে পারি তোমায়-হে প্রিয় ! এস. ?
নাই কোন ফ্লাট-প্লট আমার; ব্যাংকে ডিপিএস ।।
তোমার জন্যে তাই গুনিনা অপেক্ষার প্রহর,
হৃদয় আমার কামরাঙ্গীরচর ।।
(৬)
এমন একটা সময় ছিল ষোড়শী তোমায় ভালবাসা যেত
এখন আমার হৃদয় গোবীমরু আমায় যতই ভালবাস ।
বয়সের ভারে হচ্ছি ধীরে ন্যূব্জ
কারো হাতের নিটল ছোঁয়ায় হয় না আঁখি বুঁদ ।।