---&--------------&-------
যে দেশে মৃত্যু একটা সাধারন নৈমিত্তিক ব্যাপার
সে দেশের কোন মৃত্যুতে আমার দুঃখ হয় না
বেশুমার খুন জখমের খেলা চলে যে দেশে রাত বিরাত
যে দেশে প্রতিবাদী মানুষের রক্তে রঞ্জিত হয় হাত
সে দেশে কোন মৃত্যুতে আমার দুঃখ হয় না।।

ভয়-ভীতির কালো মেঘে ছেয়ে থাকে যে দেশে রাত দিন
যে দেশে সর্বত্রই অজানা আতঙ্ক আর পরিস্থিতি সঙ্গীন
নিরাপদে ঘরে ফেরার নিরাপত্তাটুকু নাই যে দেশে
সে দেশে কোন মৃত্যুতে আমার দুঃখ হয় না।

নিষ্পাপ, মেধাবীরা নিরবে ঝরে যায় যে দেশে
যে দেশে ঠুনকো কারনে খালি হয় দুঃখিনী মায়ের বুক
সব জেনে শুনেও মানুষ যেখানে থাকে নির্বাক, নিশ্চুপ
সে দেশে কোন মৃত্যুতে আমার দুঃখ হয় না।

সব দীর্ঘশ্বাস ছাপিয়ে প্রাত্যহিক জীবনে, অফিসে, গৃহে, সংসারে পলে পলে আমি অবিরত পাতি জাল,
শুন্য আকাশে জ্বালি দুঃখ ভুলানো যত কবিতা মশাল।